নিজস্ব প্রতিবেদন
১০ দফা দাবিতে গতকাল শনিবার সারাদেশে জেলা পর্যায়ে সমাবেশের ডাক দেয় বিএনপি।
এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনের আগে
নিজেদের পছন্দমতো স্থানে সমাবেশ করার অনুমতি চেয়ে প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি।
তবে শেষ পর্যন্ত প্রশাসনের অনুমতি ছাড়াই বিএনপি যে স্থানটিতে সমাবেশ করে এর
ঠিক পাশেই ছিলো এস.এস.সি পরীক্ষা কেন্দ্র।এ সময় তিনি জানান, আগে জানলে এখানে সমাবেশ করতে না করতেন।
অবশ্য বিএনপি ও অংগসংগঠনের বেশিরভাগ কর্মসূচি শনিবার করা সমাবেশের স্থানেই নিয়মিত
অনুষ্ঠিত হয়। ওই স্থানের সামনেই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়
নামে জেলার গুরুত্বপূর্ণ দু’টি শিক্ষা প্রতিষ্ঠান।
সরজমিনে গিয়ে দেখা গেছে, পৌর এলাকার মৌড়াইলে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও
সাবেক পৌর মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা কচির বাড়ির সামনে বিএনপি’র সমাবেশ চলছে।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক