মোঃ আতিকুর রহমান
ঢাকা প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর (রোববার) দুপুর ২টায় কেরানীগঞ্জের কদমতলী এলাকায় লায়ন শপার্স ওয়ার্ল্ডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিক’রা অংশ নেন। মানববন্ধনে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর বলেন, দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক সহ চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাচ্ছি।
আমরা সমাজের জন্যে, মানুষের জন্যে কাজ করি। এ কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে আমরা দুষ্ট লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত হই। কতিপয় কিছু লোক আছে যারা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাঁরা সাংবাদিকদের কাজকে পছন্দ করেন না। তাঁদের আক্রোশের শিকার হন সাংবাদিক’রা। তাঁদের উদ্দেশ্যে বলতে চাই কেউ আমাদের মুখ বন্ধ করতে পারবে না। অপরাধীদের বিরুদ্ধে আমাদের কলম চলবেই।
তিনি আরোও বলেন, আমরা জানতে পেরেছি এই হামলায় অনেকজন জড়িত ছিলো তবে মাত্র একজন কে গ্রেফতার করা হয়েছে। আর অন্য যারা আসামী তারা দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। এই হামলার যদি বিচার না হয়, এই লোক গুলো হয়তো আবার আরেকজন সাংবাদিক’কে হামলা করবে। এজন্য আমরা চাই, দয়া করে বর্তমান প্রশাসন আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন যে এই সরকারের সময়ে গণ- মাধ্যমের স্বাধিনতা থাকবে, বাক স্বাধিনতা থাকবে।
ডিবিসি চ্যানেলের সাংবাদিক লিটন মাহমুদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় সাংবাদিক’রা হামলার শিকার হচ্ছেন। অপকর্মকারীদের অপকর্ম লেখনীর মাধ্যমে তুলে ধরায় কখনও আমরা হামলা ও মিথ্যা মামলার মুখো মুখি হই। কয়েকদিন আগে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ কয়েকজন সাংবাদিকের উপর সন্ত্রাসী’রা বর্বরতম হামলা চালিয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে। তবে অত্যন্ত দু:খের সাথে জানাতে হচ্ছে এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র একজন’কে গ্রেপ্তার করেছেন। যেটি নাম মাত্র ও লোক দেখানো গ্রেপ্তার। অথচ বাকি অপরাধী’রা এখনও অধরা রয়ে গেছে। আমাদের দাবি এ ঘটনার সাথে যারা জড়িত তাঁদের প্রত্যেক’কে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।
এবিষয়ে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় পরিষদ এর মহাসচিব ফয়সাল হাওলাদার বলেন, সাংবাদিক হচ্ছে জাতীর বিবেক, দেশ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাচ্ছে, মামলার শিকার হতে হচ্ছে গণ- মাধ্যম কর্মীদের, বাংলাদেশে এত মামলা ডেলিভারি হয়ে খালাস পেলেও এখনো ডেলিভারি হয়ে খালাস পায়নি সাংবাদিকদের মামলা, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দৈনিক জনবাণী পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি রিফাত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনটিতে বক্তব্য রাখেন এশিয়ান টিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার কেরনীগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন টিটু, জি টিভির কেরানিগঞ্জ প্রতিনিধি সোহরাওয়ার্দী শ্যামল, মাই টিভি ও দৈনিক বাংলা পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি সামসুল ইসলাম সনেট, আনন্দ টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার কেরানিগঞ্জ প্রতিনিধি আশিক নূর, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার কেরানিগঞ্জ প্রতিনিধি মো. এরশাদ হোসেন, গ্লোবাল টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি আরিফ সম্রাট, দৈনিক যায়যায়দিন পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি মাসুম পারভেজ, কেরানীগঞ্জের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি মাসুদ রানা, কেরানীগঞ্জের আলো পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাইম আহমেদ, রাহাত হোসেন, শরিফুল ইসলাম তুষার, দৈনিক রুপবানী পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি তানভির ইসলাম সহ প্রমুখ।
চ্যানেল আর এ নিউজ /ঢাকা