নিজস্ব প্রতিদেন
১৩৬ বর্গকিলোমিটার আয়তনের দেশের প্রাচীন জলাভূমি আড়িয়াল বিল।
এ বিলের বিস্তীর্ণ জমিজুড়ে উৎপাদন হচ্ছে বিশাল আকৃতির মিষ্টি সব কুমড়া।
আড়িয়াল বিলের একেকটি মিষ্টি কুমড়ার ওজন দুই মণেরও বেশি।
এটি দেশজুড়েই জনপ্রিয়। বিলের চারপাশে মিষ্টি কুমড়ার পসরা নিয়ে বসেছেন চাষিরা।
সেখান থেকে মিষ্টি কুমড়া যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন হাট-বাজারে।
চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়,
বিলের চারদিকে সবুজে ঘেরা আঁকাবাঁকা কাঁচা সড়কের দুপাশে এখন স্তূপ আকারে সজ্জিত করে রাখা হয়েছে এসব কুমড়া।
দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে এই মিষ্টি কুমড়া কিনে
গাড়িতে করে নিয়ে যান রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, সাভার, সদরঘাটসহ দেশের বিভিন্ন জেলার হাট-বাজারে।
উল্লেখ্য চাষাবাদ শুরু হয় আশ্বিন মাসে, আর ফাল্গুন মাসে বিক্রি শুরু হয় আড়িয়ল বিলের মিষ্টি কুমড়া।
এখানকার কৃষকরা বছরের পর বছর ধরে এ মিষ্টি কুমড়ার চাষ করে আসছে।
চাষিদের অনেকেই এই মিষ্টি কুমড়ার বীজ সংরক্ষণ করে রাখেন।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক