পঞ্চগড়ে হাতেনাতে ধরা! মাদক সেবনকারী যুবকের কারাদণ্ডপঞ্চগড়ে হাতেনাতে ধরা! মাদক সেবনকারী যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি / আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড়ে হাতেনাতে ধরা খেল মাদক সেবনকারী এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

দণ্ডপ্রাপ্ত যুবক রিদয় (২৪), পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়া গ্রামের মৃত সামসুল আলমের ছেলে।

📌 সোমবার (১৮ আগস্ট) বিকেলে পঞ্চগড় সদরের রাজনগর নতুনবস্তী এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমান

👉 কিভাবে ধরা খেলো রিদয়?

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রাজনগর এলাকায় হাতেনাতে আটক হয় রিদয়। জিজ্ঞাসাবাদে সে মাদক সেবনের কথা স্বীকার করলে, আদালত সঙ্গে সঙ্গে তাকে দণ্ডাদেশ দেন।

⚖️ রায়:

  • ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
  • ১,০০০ টাকা অর্থদণ্ড
  • অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড

🛑 কেন গুরুত্বপূর্ণ এই রায়?

পঞ্চগড়ের সাধারণ মানুষ মনে করছেন—
এ ধরনের দ্রুত বিচার ও শাস্তি মাদক সেবনকারীদের জন্য বড় ধরনের বার্তা বহন করবে।

পঞ্চগড় / চ্যানেল আর নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *