মোঃ নওয়াব ভূইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহরে রীতিমতো বুলডোজার নেমে এলো অবৈধ দখলদারদের ওপর। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বন্ধ করে দেওয়া হয় অবৈধ শিমুলিয়া গরুর হাট এবং উচ্ছেদ করা হয় ৯টি বালুর গদি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম সরাসরি নেতৃত্ব দেন এ অভিযানে। তার সঙ্গে ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
👉 দীর্ঘদিন ধরে রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে ওঠা বালুর গদিগুলোতে চলছিল দাপটের ব্যবসা। এদিন প্রশাসনের হাতুড়ি নেমে আসে—ভেঙে ফেলা হয় অফিস ও পাইপলাইন। জব্দ করা বালু খোলা নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারী কোষাগারে জমা হয় দেড় লাখ টাকা রাজস্ব।
🛑 পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় অবৈধ শিমুলিয়া গরুর হাট, যেটি স্থানীয়ভাবে ‘সাপ্তাহিক বেচাকেনার কেন্দ্র’ হলেও চলছিল সম্পূর্ণ অবৈধভাবে।
কেন এই অভিযান?
পূর্বাচলের ৪, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা বালুর গদিগুলো এলাকাজুড়ে তৈরি করেছিল ভয়াবহ পরিস্থিতি।
- অভ্যন্তরীণ সড়কে খানাখন্দ
- পানি নিষ্কাশনের ড্রেন ভরাট
- স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ী জলাবদ্ধতা
এসব কারণে চরম ভোগান্তি পোহাচ্ছিলেন সাধারণ মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম দৃঢ় কণ্ঠে বলেন—
“যত প্রভাবশালীই হোক, অবৈধ দখলদারদের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থেই এই অভিযান চলবে।”
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)/ চ্যানেল আর এ নিউজ ডেস্ক