বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঢালীর হাটে নদীভাঙন রোধে করণীয় নির্ধারণে এক জরুরি আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুন ২০২৫, রোজ রবিবার বিকেল ৪টায় এলাকাবাসী ও ঢালী পরিবার এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মেঘনা ও তেতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনে চাঁনপুর ইউনিয়নের একাধিক গ্রাম চরম হুমকির মুখে। প্রতিবছর বর্ষায় নদীভাঙনের ফলে শত শত পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল, সমাজকর্মী ও বিএনপি নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন। তিনি বলেন, “নদীভাঙন রোধে সচিবালয়ে দরখাস্ত জমা দেওয়া হয়েছে, অচিরেই সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, “আসুন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, যেন এই দুর্যোগ থেকে রক্ষা পাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ও সাধারণ মানুষ। তারা স্থায়ী বাঁধ নির্মাণ ও নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন এবং সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শেষে মসজিদের ইমামের দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
চ্যানেল আর এ নিউজ /মেহেন্দিগঞ্জ/মোঃ আতিকুর রহমান