আজকের আলোচ্য বিষয় সাতক্ষীরা জেলা মটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটি।
শহরের আল বারাকা চাইনিজ এন্ড রেস্টুরেন্টের কনভেনশন রুমে শুক্রবার বিকালে আয়োজিত পরিচিতি সভায় কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
সভাপতিত্ব করেন আহ্বায়ক আকবর আলী গাজী।
প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো: আব্দুর রউফ।
১৭ সদস্যের এই কমিটিতে সভাপতি নির্বাচিত হন জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান শেখ আজাদ আলী।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি আকবর আলী, সহ-সভাপতি কবির হোসেন, ক্যাশিয়ার রায়হান সাহেব, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলামসহ আরও অনেকেই দায়িত্ব পান।
প্রধান অতিথি বলেন, এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে এবং প্রতিবছর একটি সাধারণ সভা আয়োজন করা বাধ্যতামূলক থাকবে।
অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ আজাদ আলী।
সভায় প্রায় দেড় শতাধিক সদস্যের উপস্থিতি প্রমাণ করে – সাতক্ষীরার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ এবং উন্নয়ন প্রত্যাশী।
আমরা আশা করি, নতুন এই কমিটি ব্যবসায়ী সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
চ্যানেল আর এ নিউজ /সাতক্ষীরা/আবু জাফর