রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের ২০২৫-২৬ সেশনের প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার লোকমান ফারুকী ১৬ মে এই নির্বাচনের ফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে প্রতিটি পদেই একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সংশ্লিষ্ট সাংবাদিক কর্মকর্তারা।
নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:
- সভাপতি: মোঃ মীর আনোয়ার আলী (দৈনিক বাংলা ব্যুরো প্রধান)
- সহ-সভাপতি: মোঃ আশরাফুল আলম আপন (দৈনিক আজকের পত্রিকা)
- সাধারণ সম্পাদক: মোঃ গোলাম মোস্তফা জয় (দৈনিক দাবানল)
- যুগ্ম সাধারণ সম্পাদক: মোছাঃ জেনিফা ইয়ামিম লিনা (সাপ্তাহিক অগ্রযাত্রা)
- অর্থ ও দপ্তর সম্পাদক: মোঃ মাসুদ আহমেদ রিপন (দৈনিক প্রথম খবর)
- সাংগঠনিক সম্পাদক: মোঃ আবু রায়হান (দৈনিক বাংলাদেশ বার্তা)
- তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক: শাহিন মির্জা সুমন (দৈনিক দেশের কণ্ঠ)
- মানবাধিকার সম্পাদক: মোঃ তারেক বাপ্পী (চ্যানেল এস)
- মহিলা সম্পাদিকা: সৈয়দা কনক শিল্পী (দৈনিক ভোরের আলো)
- কার্যনির্বাহী সদস্য: মোঃ রাকিবুল হাসান পরাগ (দৈনিক আমাদের মাতৃভূমি)
রংপুরের সাংবাদিক মহলে এই কমিটি নিয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। নতুন নেতৃত্ব সাংবাদিকদের অধিকার, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
চ্যানেল আর এ নিউজ /রংপুর/জেনিফা ইয়ামিম লিনা