টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোররাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়েছে দুই ভুয়া পুলিশ সদস্য!”
📍 ঘটনা বিস্তারিত:
আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৪টার দিকে ধেরুয়া আন্ডারপাস এলাকায় সন্দেহভাজনভাবে দাঁড়িয়ে থাকা একটি নোয়াহ গাড়ি দেখে তৎপর হয়ে ওঠেন পুলিশের টহল দল। মির্জাপুর থানার এসআই জুয়েল আহমেদ এবং দেওহাটা ফাঁড়ির এসআই নূর নবী এগিয়ে যান জিজ্ঞাসাবাদের জন্য।
তাদের থামাতে গেলে ধরা পড়ে দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয়ে বিশ্বাস করাতে চায়। কিন্তু তৎক্ষণাৎ তাদের আচরণে সন্দেহ হয়। পুলিশ তাদের গ্রেপ্তার করে, বাকিরা পালিয়ে যায়।
🚓 জব্দকৃত সামগ্রী:
- একটি নোয়াহ গাড়ি (ঢাকা মেট্রো চ-৫৩-৩২৩১)
- একটি হ্যান্ডক্যাফ
- একটি পুলিশ ব্যাগ
- ৩টি পুলিশি ওভারকোট
👮 গ্রেপ্তারকৃত:
১. কাউছার আকরাম (৫৭), শ্যামপুর, ঢাকা
২. শওকত আলী (৪৩), চট্টগ্রামের বোয়ালমারী
📝 মামলা ও পরবর্তী পদক্ষেপ:
মির্জাপুর থানায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চ্যানেল আর এ নিউজ /মির্জাপুর (টাঙ্গাইল)/শাকিল সিকদার