মেহেন্দিগঞ্জে মানবকল্যাণ সংগঠনের ঈদ উপহার বিতরণ: অসহায়দের পাশে সবার প্রিয় মামুন হোসেন মেহেন্দিগঞ্জে মানবকল্যাণ সংগঠনের ঈদ উপহার বিতরণ: অসহায়দের পাশে সবার প্রিয় মামুন হোসেন SEO Friendly Report:

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে মেহেন্দিগঞ্জ মানবকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ মার্চ, বুধবার, সকাল ১০টায় উলানিয়া উত্তর ইউনিয়নের চাঁদতারা মসজিদ প্রাঙ্গনে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ মানবকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মামুন হোসেন। তিনি নিজে ২ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান ছালমা আক্তার বিনু, আরিফ হোসেন মোল্লা, খলিলুর রহমান, মিরাজ হোসেন, জাবেদ খান এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মেহেন্দিগঞ্জের মুরাদ খান মুহিদ প্রমুখ।

এটি ছিল একটি সামাজিক দায়িত্ববোধের নিদর্শন, যেখানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে দেওয়া হয়। মানবকল্যাণ সংগঠন এই ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। এর আগেও তারা অসহায় পরিবারের মাঝে কম্বল, ত্রাণ সামগ্রী, গরীব মেয়েদের বিয়ে দেওয়া, ঘর তৈরি, মাদ্রাসা, মসজিদ পরিচালনাসহ একাধিক সেবামূলক কাজ করেছে।

সংগঠনের চেয়ারম্যান, সাউথ আফ্রিকা প্রবাসী মোঃ মামুন হোসেন নিজের অর্থায়নে এই সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এলাকাবাসী তার এই কাজের জন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং তার কর্মকাণ্ডকে সাধুবাদ জানায়।

আতিকুর রহমান / মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / চ্যানেল আর এ নিউজ

#EidGifts #BangladeshCharity #Mendiganj #HumanitarianWork #SocialWelfare #CommunitySupport #Eid2025 #CharityDistribution #BangladeshSocialWork #MammenHossain #VolunteerMovement #HumanRights #SocialChange #EidCelebration #HelpingHands

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *