আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি
২৫ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, বাকাল চেকপোষ্ট, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ২ হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন শ্রীরামপুর রোড নামক স্থান হতে ৫ বোতল ভারতীয় মদ আটক করে। কালিয়ানী বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ৭/৬৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে ছয়ঘরিয়া নামক স্থান হতে ৪ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, মাদরা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে কলারোয়া থানাধীন ফুলতলা নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ২ হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন শ্রীরামপুর রোড নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভোমরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন লক্ষীদাড়ী নামক স্থান হতে ৩০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে।
বাকাল চেকপোষ্ট একটি বিশেষ আভিযানিকদল সাতক্ষীরা থানাধীন পাকা রাস্তার উপর হতে ২১,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় শাড়ী আটক করে, কালিয়ানী বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ৭/৬৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে ছয়ঘরিয়া নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে, কাকডাঙ্গা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে কাকডাঙ্গা সড়ক এলাকা হতে ৩,৮৪,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় ঔষধ আটক করে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিকদল কলারোয়া থানাধীন কেড়াগাছি মাঠ নামক স্থান হতে ৩০,০০০/- টাকা মূল্যের ভারতীয় চিনি আটক করে। এছাড়াও মাদরা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে ফুলতলা মাঠ নামক স্থান ১,৪০,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সর্বমোট ৭,৭৩,৫০০/- (সাত লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত) টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
চ্যানেল আর এ নিউজ