রূপগঞ্জে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনরূপগঞ্জে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

দৈনিক ভোরের চেতনা পত্রিকা ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল ২৪নভেম্বর রবিবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এ কর্মসূচি উদযাপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ক্রাইম রির্পোটার মোঃ এনামুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ গ সার্কেল এএসপি মোঃ মেহেদী হাসান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল, রূপগঞ্জ থানা ইন্টেলিজেন্স ওসি সালাউদ্দিন, সাংবাদিক রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম ভুঁইয়া মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ, মোঃ আলম হোসাইন, মোঃ নোয়াব ভুঁইয়া, এস এম রনি, পারভেজ, সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা সাগর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকা গণমানুষের পত্রিকা। ২৫ বছর ধরে গণমানুষের, দেশের সংবাদ পরিবেশন করে আসছে। পত্রিকাটি ন্যায়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কোটি মানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছে।

পরে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকসহ সকলের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
শোভাযাত্রা নিয়ে রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকা তারা প্রদক্ষিণ শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে।

চ্যানেল আর এ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *