মির্জাপুর উপজেলা থেকে শাকিল শিকদার জহিরুল

অদ্য ১৩৫০-১৬৩০ ঘটিকা পর্যন্ত বিএ-৮২৮২ মেজর সাদীকুর রহমান, ২৯ ইবি,ক্যাম্প কমান্ডার, মির্জাপুর আর্মি ক্যাম্প এর সেনা নেতৃত্বে এ্যাসিল্যান্ড মির্জাপুর উপজেলা, বন অধিদপ্তর কর্মকর্তা টাঙ্গাইল জেলা, বাশতৈল পুলিশ ফাড়ি কর্মকর্তা, ফায়ার সার্ভিস সহ যৌথবাহিনী বাঁশতৈল ইউনিয়নে গায়রাবেতীল গ্রামে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি স্থান অভিযান চালিয়ে ধ্বংস করা হয়।
জানা যায় যে, উক্ত কয়লা তৈরি মালিক মোঃ মুজিবুর রহমান,পিতা মৃত সাবেদ আলী,গ্রাম তেলিনিয়া, পোস্টঃ সিদ্ধেশ্বরী, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল , এবং রাসেল শিকদার,পিতাঃ ইসমাইল হোসেন, গ্রাম-গায়রাবেতিল,পোস্ট- বাশতৈল, থানা- মির্জাপুর, জেলা টাঙ্গাইল, স্থানীয়, তারা দীর্ঘদিন যাবত বিগত আওয়ামী লীগ এর সহযোগিতায় উক্ত গ্রামে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে বাইরে বিক্রি করে আসছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, এবং উক্ত কয়লার তৈরি স্থানের পাশে একটি প্রাইমারি স্কুল, এবং আশেপাশে অনেক বাড়িঘর অবস্থিত।
সোর্স কর্তৃক বিষয়টি জানার পর, ক্যাম্প কমান্ডারকে বিষয়টি অবগত করা হলে যৌথ অভিযানের মাধ্যমে উক্ত স্থানে কয়লা তৈরির স্থানটি ভেকু দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। এবং অভিযুক্ত ব্যক্তিদের পরিবেশ অধিদপ্তর আইনে মোট ৭০০০০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়।

উল্লেখ্য যে, গায়রা বেতিল কয়লা তৈরির স্থান ছাড়াও আজগারা,মির্জাপুর এবং মহিষ বাতান, মির্জাপুর স্থানে অভিযান চালিয়ে কয়লা তৈরি চুল্লি ভেঙ্গে দেওয়া হয়।
তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পরবর্তী স্থান দুটিরমালিক গা ঢাকা দেয়।

চ্যানেল আর এ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *