ইউক্রেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সামরিক যান ধ্বংসের দাবি রাশিয়ার নিজস্ব প্রতিবেদন ইউক্রেনকে দেওয়া জার্মানির সাতটি অত্যাধুনিক লেপার্ড ট্যাংক এবং যুক্তরাষ্ট্রের পাঁচ ব্র্যাডলি সামরিক যান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। মস্কোর ব্লগাররা রবিবার দাবি করেছেন, পাল্টা আক্রমণ প্রতিহতের সময় এসব সামরিক যান ধ্বংস হয়। তবে মস্কোর প্রতিরক্ষা লাইন সামান্য ভেদ করে ইউক্রেন। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর মধ্যেই এমন খবর এলো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘তিনটি দিক থেকে এক ডজনেরও বেশি ইউক্রেনের আক্রমণ প্রতিহত করা হয়েছে। জাপোরিজ্জিয়া অঞ্চলে ১২৮তম মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেড সাঁজোয়া যানের একটি সারি ধ্বংস করে দেয় রাশিয়া।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গত দিনে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ডনেস্কের দক্ষিণ ও জাপোরিজ্জিয়ার দিকে ব্যর্থ আক্রমণাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’ তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে উভয়পক্ষের তীব্র লড়াইয়ের সত্যতা যাচাই করতে পারেনি। রাশিয়ার সামরিক ব্লগাররা বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ভেলিকা নোভোসিল্কা শহরের দক্ষিণে রুশ প্রতিরক্ষা লাইনের একটি অংশ ভেদ করে কয়েকটি গ্রাম দখলে নেয়। এদিকে কিয়েভ জানিয়েছে, তীব্র লড়াইয়ে রুশ বাহিনীর নিয়ন্ত্রণাধীন ডনেস্কের তিনটি গ্রাম মুক্ত করেছে ইউক্রেনের সেনারা। রবিবারের প্রকাশ হওয়া ফুটেজে দেখা গেছে, ডনেস্কের ব্লাহোদাত্নে ও নেসকুচনে জয় উদযাপন করছে ইউক্রেনীয় সেনারা। কিন্তু বিষয়টি অস্বীকার করেছে মস্কো। চ্যানেল আর এ নিউজ ডেস্কইউক্রেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সামরিক যান ধ্বংসের দাবি রাশিয়ার

নিজস্ব প্রতিবেদন

ইউক্রেনকে দেওয়া জার্মানির সাতটি অত্যাধুনিক লেপার্ড ট্যাংক এবং যুক্তরাষ্ট্রের পাঁচ ব্র্যাডলি সামরিক যান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। মস্কোর ব্লগাররা রবিবার দাবি করেছেন, পাল্টা আক্রমণ প্রতিহতের সময় এসব সামরিক যান ধ্বংস হয়। তবে মস্কোর প্রতিরক্ষা লাইন সামান্য ভেদ করে ইউক্রেন।

ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর মধ্যেই এমন খবর এলো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘তিনটি দিক থেকে এক ডজনেরও বেশি ইউক্রেনের আক্রমণ প্রতিহত করা হয়েছে। জাপোরিজ্জিয়া অঞ্চলে ১২৮তম মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেড সাঁজোয়া যানের একটি সারি ধ্বংস করে দেয় রাশিয়া।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গত দিনে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ডনেস্কের দক্ষিণ ও জাপোরিজ্জিয়ার দিকে ব্যর্থ আক্রমণাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে উভয়পক্ষের তীব্র লড়াইয়ের সত্যতা যাচাই করতে পারেনি। রাশিয়ার সামরিক ব্লগাররা বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ভেলিকা নোভোসিল্কা শহরের দক্ষিণে রুশ প্রতিরক্ষা লাইনের একটি অংশ ভেদ করে কয়েকটি গ্রাম দখলে নেয়।

এদিকে কিয়েভ জানিয়েছে, তীব্র লড়াইয়ে রুশ বাহিনীর নিয়ন্ত্রণাধীন ডনেস্কের তিনটি গ্রাম মুক্ত করেছে ইউক্রেনের সেনারা। রবিবারের প্রকাশ হওয়া ফুটেজে দেখা গেছে, ডনেস্কের ব্লাহোদাত্নে ও নেসকুচনে জয় উদযাপন করছে ইউক্রেনীয় সেনারা। কিন্তু বিষয়টি অস্বীকার করেছে মস্কো।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *