নিজস্ব প্রতিবেদন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক সমাগম হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় শুরু হয় এই নির্বাচনের ভোটগ্রহণ। ভোট শুরুর আগেই কেন্দ্রে
ভোটারদের উপস্থিতি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি কেন্দ্রে লম্বা লম্বা সারি তৈরি হয়েছে।
মহানগরীর ২৬নং ওয়ার্ডের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে সকাল থেকেই
নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি দেখা গেছে। ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করছেন তারা।
এ কেন্দ্রে ভোট দিতে আসা রাশিদা আক্তার বলেন, সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে এসে দাঁড়িয়েছি।
৮টা থেকে ভোট শুরু হলে প্রথমেই সুযোগ পেয়ে ইভিএমে ভোট দিতে পেরে খুশি।
এক মিনিটেরও কম সময় লেগেছে ভোট দিতে।
একই কেন্দ্রে হাজেরা বেগম বলেন, অনেক সুন্দর ভোট হচ্ছে। কোনও ঝামেলা নেই।
ভোট শুরু হওয়ার ১০ মিনিট আগে কেন্দ্রে এসে দাঁড়িয়েছি। কক্ষে প্রবেশ করে অল্প সময়ের মধ্য
ভোট দিতে পেরে অনেক খুশি।
বাবুল চন্দ্র ঘোষ সকাল জানান, পৌনে ৯টার দিকে লাইনে এসে দাঁড়িয়েছি। ভোটার উপস্থিতি
বেশি থাকায় আধা ঘণ্টা দাঁড়িয়েও কক্ষে প্রবেশ করতে পারিনি। ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি।
তবে অন্যান্য বছরের তুলনায় এবারের নির্বাচনে ভোটার সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হয়েছে। এতে
বোঝা যায় মানুষ এ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য এসেছে।
নজরুল ইসলাম বলেন, সকাল ৮টায় লাইনে দাঁড়ানোর দেড় ঘণ্টা পর কক্ষে প্রবেশ করে ভোট দিয়েছি।
দেড় ঘণ্টা কেন লাগলো- এমন প্রশ্নে তিনি বলে, ভোটার উপস্থিতি অনেক। ধারণা করিনি এত ভোটার আসবে।
আগে জানলে সকাল ৭টায় এসে লাইনে দাঁড়িয়ে থাকতাম। তিনি ভোট দিতে চার মিনিট সময় লেগেছে বলে জানান।
অপেক্ষায় থাকা নারী-পুরুষ ভোটাররা জানান, প্রচণ্ড রোদ থাকায় গরমে দাঁড়িয়ে থাকাটাই কষ্ট হচ্ছে। তাছাড়া সব
দিক দিয়ে ভোটের পরিস্থিতি ভালো। ভোটাররাও খুশি।
মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মমিন উদ্দিন জানান, সকাল থেকেই ভোটারদের
উপস্থিতি অনেক। বিশৃঙ্খলা ছাড়াই ভোটাররা ভোট দিচ্ছেন। এ কেন্দ্রে দোতলায় (পুরুষ) মোট ভোটার ২৫৭৩ জন।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাত বুথে ১৭৫টি ভোট পড়েছে।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক