স্ত্রীর রাত কাটানোর ঘটনা জিপিএস ট্রেকার ব্যবহার করে হাতেনাতে ধরলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।
ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় আদালতে গিয়ে ওই স্বামী অনুরোধ জানান, যাতে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আদেশ দেয়। গাড়ির জিপিএস ট্র্যাকার ঘাঁটতে গিয়েই সব খোলাশা হয়।
ভুক্তভোগী স্বামী বলেন, ‘২০২০ সালে আমি যখন গাড়ি কিনি তখনই গাড়িতে জিপিএস সিস্টেম লাগানো ছিল। এই বিষয়টি আমার স্ত্রী জানত না। জিপিএস ট্রেকারটা আমি আমার ফোনের সঙ্গে সংযোগ দিয়ে রেখেছিলাম।
ভুক্তভোগী বলেন, ‘২০১৪ সালে আমাদের বিয়ে হয়। কর্মসূত্রে আমায় নাইট শিফট করতে হয়। একদিন মাঝরাতে যখন আমি অফিসের কাজে ছিলাম, তখন দেখি আমার গাড়ি অন্য কেউ চালাচ্ছে। ট্রেকারে দেখতে পেলাম গাড়িটি একটি হোটেলে সামনে এসে থেমেছে। ভোর ৫টার সময় গাড়িটি আমার বাড়িতে ফেরত যায়। আমি পরে ওই হোটেলে গিয়ে জানতে পারি, আমার স্ত্রী আর অন্য পুরুষের নামে হোটেলে ওই দিন রুম বুক ছিল।’
বাড়ি ফিরে ওই ব্যক্তি পুরো ঘটনা সম্বন্ধে স্ত্রী কাছে জানতে চান। প্রথমে অস্বীকার করলেও, পরে সম্পর্কের কথা স্বীকার করেন ওই নারী।
এ নিয়ে স্ত্রী ও তার প্রেমিকের সঙ্গে ভুক্তভোগীর তর্ক হয় বলেও জানিয়েছেন। তর্কের একপর্যায়ে দু’জনে মিলে ওই ব্যক্তিকে খুনের হুমকি দেয় বলেও অভিযোগ যুবকের।