প্রিয় দর্শক, রূপগঞ্জ থেকে আসছে এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগের সংবাদ। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এবার যাতায়াত নিশ্চিতে চালু হলো ফ্রি বাস সার্ভিস!”
২৬ জুন বৃহস্পতিবার সকাল ৮টায় সরকারি মুড়াপাড়া কলেজ প্রাঙ্গণ থেকে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের উদ্দেশে ছেড়ে যায় পরীক্ষার্থীবাহী ফ্রি বাস।
এই মহৎ কর্মসূচির উদ্যোক্তা – জিয়া মেমোরেবল ফাউন্ডেশন, যার নেতৃত্বে আছেন কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
পরীক্ষার্থীদের কথা ভেবে এ উদ্যোগের মাধ্যমে তারা পাচ্ছেন নিরাপদ, মানসিক প্রশান্তিপূর্ণ ও সময়মতো যাতায়াত সুবিধা। শিক্ষার্থীরা জানায়,
🗣️ “এই প্রথম আমাদের জন্য কেউ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছে, আমরা সত্যিই কৃতজ্ঞ। সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো এখন আর টেনশন নয়।”
🔊 আয়োজক গোলাম ফারুক খোকন বলেন:
“এইচএসসি পরীক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর করতে আমরা এই ফ্রি বাস সার্ভিস চালু করেছি, যেন তারা মানসিক চাপ ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারে।”
এই উদ্যোগ শুধু একটি সেবামূলক কর্মসূচি নয়, বরং একটি ছাত্রবান্ধব দৃষ্টান্ত, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের পথে উৎসাহ ও সহায়তা জোগাবে।
চ্যানেল আর এ নিউজ /মোঃ নওয়াব ভূইয়া/রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি