টাঙ্গাইলের মির্জাপুরে জাল টাকার একটি চক্রের সন্ধান মিলেছে, যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিখা বেগম (৪০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
🕒 বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী বাজার থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শিখা বেগম উপজেলার বিল মহেড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
💵 কী ছিল তার কাছে?
পুলিশ জানায়,
আটক নারীর কাছ থেকে ২৮টি একশ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই জাল নোটগুলো বাজারে খরচ করতে এসেছিলেন বলে স্বীকার করেন।
🚨 পুলিশ কী বলছে?
মির্জাপুর থানা পুলিশের এক কর্মকর্তা বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে ছাওয়ালী বাজার থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা ও জাল নোট তৈরির চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
❗ কেন গুরুত্বপূর্ণ এই ঘটনা?
- জাল নোট ছড়ানোর উদ্দেশ্য স্পষ্ট
- বাজার ব্যবস্থায় ভরসাহীনতা সৃষ্টি হতে পারে
- সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়তে পারে
স্থানীয়দের অভিযোগ, বাজারে জাল নোটের প্রবাহ বেড়ে গেছে এবং একাধিক দোকান ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চ্যানেল আর এ নিউজ /শাকিল সিকদার /মির্জাপুর