ঢাকার তৃতীয় লেবার আদালতে আজ এক যুগান্তকারী রায়ে তথাকথিত রাজনৈতিক প্রভাবপ্রসূত ও হয়রানিমূলক মামলায় অব্যাহতি পেল বিএনপির মুখপত্র ‘দৈনিক দিনকাল’ পত্রিকা অফিস। দীর্ঘদিন ধরে চলা আইনি যুদ্ধের শেষপ্রান্তে এসে সংবাদমাধ্যমের পক্ষেই গিয়েছেন আদালত।
🧑⚖️ আদালতের রায়: অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী উচ্চারণ
এই রায়কে সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে একটি বিপ্লবী মুহূর্ত হিসেবে দেখছেন অনেকে। কারণ, ‘দৈনিক দিনকাল’ পত্রিকার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ছিল সংবাদপত্রের কণ্ঠরোধের সুপরিকল্পিত প্রচেষ্টা — দাবি আইনজীবীদের।
🌟 নেতৃত্বে মেহেন্দিগঞ্জের কৃতিসন্তান
এই মামলায় আইনি লড়াইয়ের নেতৃত্বে ছিলেন এডভোকেট এম হেলাল উদ্দিন, যিনি একাধারে বিশিষ্ট আইনজীবী এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন:
- এডভোকেট খন্দকার ইকবাল হোসেন
- এডভোকেট মাহমুদউল্লাহ জুয়েল
- এডভোকেট সেলিনা আক্তার
💬 রায়ের প্রতিক্রিয়ায় হেলাল উদ্দিন বললেন:
“সত্যকে দাবিয়ে রাখা যায় না। এ রায় কেবল একটি মামলার অবসান নয়, এটি ন্যায়ের জয় ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার প্রতীক।”
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-সহ দলের অনেক নেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাগুলোর আইনি প্রতিরোধে তাঁর টিম কাজ করে যাচ্ছে।
📢 ‘দিনকাল’-এর অঙ্গীকার: নির্ভীক থাকবে আমাদের কলম
পত্রিকা কর্তৃপক্ষ জানিয়েছে, “আমরা সত্য বলার দায় থেকে সরে আসবো না। ভবিষ্যতেও নির্ভীক, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাব—এটাই ‘দিনকাল’-এর প্রতিশ্রুতি।”
চ্যানেল আর এ নিউজ /মোঃ আতিকুর রহমান /ঢাকা