নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকন বলেন—
“ফ্যাসিস্ট আওয়ামী সরকার অস্ত্র ও মাদকের বিষ ছড়িয়ে সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের হাতে বইয়ের বদলে তুলে দেওয়া হয়েছে নেশার ট্যাবলেট। আমরা তা হতে দেব না।”
গত ১৮ জুন (বুধবার) সরকারি মুড়াপাড়া কলেজে এইচএসসি ২০২৫ ব্যাচের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
📍 বক্তব্যে তিনি আরও বলেন:
- কলেজ চত্বরে কোনো মাদকসেবী, বহিরাগত সন্ত্রাসী প্রবেশ করতে পারবে না।
- “যদি কেউ বিশৃঙ্খলা করে, সরাসরি আমাকে জানাও—আমি প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেব।”
🎓 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সায়র আলমগীর আহমেদ শান্তনু।
🧑🏫 উপস্থিত ছিলেন আরও:
- ব্যবস্থাপনা বিভাগের বিরুন আল রশিদ
- শিক্ষকবৃন্দ: ফায়েজ মোল্লা, তোফাজ্জল হোসেন তুষার, মনিরুজ্জামান, জয়নব সুলতানা চামেলি
- ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও নেতা: শাওন ভূইয়া, সেলিম নয়ন, সালাউদ্দিন সানি, শামিম, সজিব, জহির আহমেদ, জলিল মিয়া, রুহুল আমিন, প্রিন্স, সায়েম, জিলানী, লিখন, চঞ্চল, আহাদ, রাফসান, রিফাত
- রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের বিভিন্ন ইউনিট নেতারা
🧑🎓 এইচএসসি ২০২৫ ব্যাচ:
- মোট পরীক্ষার্থী: ১,২৫২ জন
- ছাত্র: ৬৯৭ জন, ছাত্রী: ৫৫৪ জন
🏆 অনুষ্ঠানে আরও ছিল:
- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
চ্যানেল আর এ নিউজ /মোঃ নওয়াব ভূইয়া /রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)