শরীয়তপুরে আনসার-ভিডিপি'র দুর্দান্ত পদক্ষেপে বাল্যবিবাহ বন্ধ — প্রশংসায় ভাসছে পুরো এলাকা!শরীয়তপুরে আনসার-ভিডিপি'র দুর্দান্ত পদক্ষেপে বাল্যবিবাহ বন্ধ — প্রশংসায় ভাসছে পুরো এলাকা!

শুধু আইন-শৃঙ্খলা নয়—সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। এর এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল শরীয়তপুরের নড়িয়ায়, যেখানে একটি বাল্যবিবাহ রুখে দিলো ভিডিপির প্রশিক্ষিত সদস্যরা

🗓️ ১৫ জুন ২০২৫, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিজারী ইউনিয়নের বড্ডা গ্রামে দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ফাহমিদা আক্তার-এর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ভিডিপি সদস্য মোঃ বায়েজিদ তালুকদার তাৎক্ষণিকভাবে ফোনে যোগাযোগ করেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জনাব আব্দুর রহিম মিয়া-র সঙ্গে।

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার সরাসরি তদারকিতে ও জেলা কমান্ড্যান্টের নির্দেশে, বিষয়টি নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি), আনসার-ভিডিপি কর্মকর্তা ও দুইজন অঙ্গীভূত আনসার সদস্য। যৌথ প্রচেষ্টায় মেয়ের পরিবার ও স্থানীয়দের বোঝানোর মাধ্যমে বাল্যবিবাহটি বন্ধ করা সম্ভব হয়।

👏 জনগণের প্রশংসায় ভাসছে আনসার-ভিডিপি বাহিনী

এ ঘটনাটি শুধু একটি বাল্যবিবাহ বন্ধ নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার প্রতীক। আনসার বাহিনীর এই তৎপরতা প্রমাণ করে, তারা কেবল নিরাপত্তার বাহিনী নয়, বরং এক শক্তিশালী সামাজিক পরিবর্তনের সৈনিক।

শুধু এই ঘটনাই নয়—আনসার-ভিডিপি সদস্যরা নিয়মিতভাবেই অংশ নিচ্ছে:
✅ মাদকবিরোধী প্রচারণা
✅ স্বেচ্ছায় রক্তদান
✅ দরিদ্রদের সহায়তা
✅ বাল্যবিবাহ প্রতিরোধ
✅ দুর্যোগে উদ্ধারকাজ
✅ সমাজসচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রমে

এলাকাবাসী এই সাহসী পদক্ষেপকে “একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ” বলে অভিহিত করেছেন।

চ্যানেল আর এ নিউজ /ওবায়েদুর রহমান সাইদ /শরীয়তপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *