ঢাকা-নারায়ণগঞ্জ সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ইছাপুরা এলাকায় বালু নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণ।
নিখোঁজ যুবকের নাম সৃজন সাহা (২৮)। গত ১৫ জুন (রবিবার) সন্ধ্যায়, নদীর পাকাঘাটে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় মোবাইলে গোসলের ভিডিও ধারণ করছিলেন তার ছোট ভাই সূর্য সাহা।
সৃজন সাহা নরসিংদী জেলার মাধবদী পৌরসভার কাশিপুর এলাকার বাসিন্দা এবং স্বপন কুমার সাহার ছেলে। সদ্য নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স পাশ করা এই মেধাবী তরুণ এসেছিলেন তার নানার শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিতে।
সূর্য সাহা জানান, “আমার ভাই হাসতে হাসতে নদীতে নামল, আমি মোবাইলে ভিডিও করছিলাম। কিছুক্ষণের মধ্যে নদীর প্রবল স্রোতে ও ডুবে যায়… আর উঠে আসেনি।”
নিখোঁজ সৃজন সাহার মা লিপি সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে ছাত্রজীবনে খুব মেধাবী ছিল। গত বছর এম.এ পাশ করেছে। তার এমন মৃত্যু যেন মেনে নেওয়া যায় না!”
ঘটনার পর পরই পূর্বাচল ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। ১৬ জুন সোমবারও সকাল, দুপুর ও সন্ধ্যায় তিন দফা চেষ্টা চালানো হয়।
তবে নদীর স্রোত এতটাই প্রবল যে, উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত। তিনি বলেন,
“আমরা নিরলসভাবে চেষ্টা করছি। প্রবল স্রোতের মাঝেও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।”
চ্যানেল আর এ নিউজ /মোঃ নওয়াব ভূইয়া /রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)