“দর্শকবৃন্দ, চোরাচালান বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। রবিবার ১৫ জুন ভোর থেকে শুরু হওয়া পৃথক অভিযানে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে রয়েছে ১০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ এবং শাড়ি।”
ক্যামেরা কেটে যাবে B-Roll: টহল, জব্দকৃত মালামাল, সিলডেনাফিল বোতল/প্যাকেট ইত্যাদি।
“বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা, তলুইগাছা, বৈকারী, ভোমরা, কুশখালী, হিজলদী এবং কাকডাঙ্গা বিওপির অধীনস্থ এলাকাগুলোতে অভিযান চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।”
“এই চোরাচালানি মালামালের বাজারমূল্য প্রায় ৭ লাখ ৮৫ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, এসব মাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল।”
“বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এভাবে চোরাচালান রোধ করে দেশের অর্থনীতিকে রক্ষা করা এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করাই তাদের লক্ষ্য। ইতোমধ্যে জব্দকৃত ঔষধ ও পণ্যের যথাযথ আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে।”
🎤
“বিজিবির এমন দেশপ্রেমিক ও মানবিক অভিযানে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাঁরা চান, এই অভিযান চলুক আরও জোরদারভাবে।”
চ্যানেল আর এ নিউজ /আবু জাফর / সাতক্ষীরা