নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা—ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় দুই যানবাহনের মাঝে পড়ে এক বাসযাত্রী নিহত হয়েছেন।
জানা গেছে, গতকাল ৩ জুন (মঙ্গলবার) বিকেলে ঢাকাগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৬৬৯) এবং বিপরীত দিক থেকে আসা একটি কভারভ্যান (বাগেরহাট-ড-১১-০০০২)-এর মাঝে আটকে পড়ে অজ্ঞাত পরিচয়ের (বয়স আনুমানিক ৪৫) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চলন্ত অবস্থায় থাকাকালে ওই যুবক জানালার বাইরে মাথা বের করে মোবাইল ফোনে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা কভারভ্যানটি বাসের একেবারে ঘেঁষে চলে আসে, ফলে ভয়াবহ চাপায় মাথার একটি অংশ ছিটকে পড়ে দূরে। ঘটনাস্থলেই যুবকটি প্রাণ হারান।
রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনার পর এলাকায় তৈরি হয় চরম আতঙ্ক ও শোকের ছায়া। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চ্যানেল আর এ নিউজ /রূপগঞ্জ,নারায়ণগঞ্জ/মোঃ নওয়াব ভূইয়া