ডিজিটাল বাংলাদেশ গঠনের অভিযানে নতুন মাত্রা যোগ করলো বিএনপির জনপ্রিয় অনলাইনভিত্তিক সংগঠন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)। বরিশাল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল মেহেন্দিগঞ্জ উপজেলায় গঠিত হলো ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, যার নেতৃত্বে থাকছেন তরুণ ও প্রযুক্তিবান্ধব নেতৃত্ব।
গত ২৯ মে ২০২৫, বরিশাল জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে মত মোঃ আব্দুল্লাহ আল মামুন-কে আহ্বায়ক এবং সোহরাব হোসেন রানা-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। কমিটিতে আরও রয়েছেন একঝাঁক উদ্যমী ও সচেতন যুবক, যারা সোশ্যাল মিডিয়ার শক্তিকে কাজে লাগিয়ে দেশের সঠিক ইতিহাস ও গণতান্ত্রিক চেতনাকে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।
🔹 কমিটির মূল সদস্যরা:
- সিনিয়র যুগ্ম আহ্বায়ক: রবিউল খন্দকার
- যুগ্ম আহ্বায়কগণ: মোঃ কবির হোসেন, মোঃ মাইদুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন, রাকিব হোসেন, মোঃ আল আমিন, মোঃ মামুন হোসেন, শাকির আহমেদ, জাকির হোসেন
- সদস্যগণ: মোঃ কামাল হোসেন, ইব্রাহিম হাওলাদার, মিজানুর রহমান ঢালী, রুবেল হোসেন, লাল চাঁন হাওলাদার, রিফাত তালুকদার
জেডসিএফ বরিশাল জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এক বিবৃতিতে বলেন,
“নতুন এই কমিটি ডিজিটাল জাগরণে জাতীয়তাবাদী চেতনার দীপ্ত আওয়াজ হয়ে উঠবে। আমরা আশাবাদী, তারা সাইবার সচেতনতা, ইতিহাস বিকৃতি প্রতিরোধ এবং তথ্য-ভিত্তিক প্রচার-এ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”
নবনিযুক্ত আহ্বায়ক ও সদস্য সচিব তাদের প্রতিক্রিয়ায় জানান,
“আমরা মেহেন্দিগঞ্জ উপজেলাকে জেডসিএফ-এর একটি শক্তিশালী সাইবার দুর্গ হিসেবে গড়ে তুলতে চাই। তারুণ্যের নেতৃত্বে দেশপ্রেমের বার্তা পৌঁছাবে ঘরে ঘরে।”
🔸 জেডসিএফ কীভাবে কাজ করে?
জিয়া সাইবার ফোর্স হল একটি স্বেচ্ছাসেবী, তথ্যভিত্তিক ও দেশপ্রেমপ্রসূত অনলাইন প্ল্যাটফর্ম, যা বিএনপির রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দেশের সঠিক ইতিহাস, স্বাধীনতার প্রকৃত চেতনা ও নাগরিক অধিকারের বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।
বর্তমানে সংগঠনটি ফ্যাক্টচেক, ডিজিটাল কনটেন্ট নির্মাণ, ট্রেনিং প্রোগ্রাম, সাইবার সচেতনতা ক্যাম্পেইন সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
চ্যানেল আর এ নিউজ /ঢাকা/মোঃ আতিকুর রহমান