সাইবার সিকিউরিটি পরীক্ষায় প্রথম, মেহেরপুরের গর্ব এম এ মুহিত! সাইবার সিকিউরিটি পরীক্ষায় প্রথম, মেহেরপুরের গর্ব এম এ মুহিত!

তথ্যপ্রযুক্তির যুগে দেশের গর্ব হয়ে উঠলেন মেহেরপুর জেলার কৃতী সন্তান এম এ মুহিতসাইবার সিকিউরিটি-তে ২০২৫ সালের ফাইনাল পরীক্ষায় ৯৬% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। এ অসাধারণ সাফল্য অর্জন করে মুহিত শুধু নিজের নয়, বরং গোটা মেহেরপুরবাসীর গর্ব হয়ে উঠেছেন।

📍 মুহিতের বাড়ি মেহেরপুর শহরের ঐতিহ্যবাহী মল্লিক পাড়া। তিনি বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ সাহেবের ছোট ছেলে।

🎓 বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (BIM) থেকে তিনি Postgraduate Diploma in Computer Science (PGDCS) কোর্স শেষ করেন (ব্যাচ ২০২৩)। এরপর “South Asia’s Best IT Institute” হিসেবে স্বীকৃত Creative IT Institute থেকে Cybersecurity কোর্সে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হন।


🌐 তথ্যপ্রযুক্তি ও মানবাধিকারের যোদ্ধা

এম এ মুহিত শুধু একজন আইটি স্পেশালিস্ট নন, তিনি একাধারে—

  • আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফ্রিল্যান্সার
  • পরিবেশ ও পাখি গবেষক
  • প্রতিষ্ঠাতা, মেহেরপুর ডেস্ক
  • পরিচালক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)
  • পরিচালক, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন

🎸 পাশাপাশি, তিনি একজন সৃজনশীল লেখক, কলামিস্ট এবং বেজ গিটারিস্ট। তরুণদের উদ্দেশ্যে সচেতনতা তৈরিতে তার লেখনি ও সংগীত বিশেষ ভূমিকা রাখছে।


🌟 নতুন প্রজন্মের অনুপ্রেরণা

বর্তমান যুগে যখন সাইবার অপরাধ, ডিজিটাল নিরাপত্তা, ও গ্লোবাল হ্যাকিং হুমকি বাড়ছে, তখন এম এ মুহিতের মতো একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট দেশের জন্য এক বিশাল সম্পদ। তার এই কৃতিত্ব নতুন প্রজন্মের জন্য একটি রোল মডেল—যে দেখিয়ে দিয়েছে গ্রাম থেকেও বিশ্বজয় সম্ভব।

🤝 হেল্প ফাউন্ডেশন এবং বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন (মেহেরপুর জেলা শাখা)-র পক্ষ থেকে জনাব এম এ মুহিত-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

চ্যানেল আর এ নিউজ /নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *