টাঙ্গাইলের মির্জাপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক সফল অভিযানে, ভোররাতে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুর রহিম (৩০)। তিনি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ইন্নতখা চালা এলাকার বাসিন্দা এবং আলাল উদ্দিনের পুত্র। জানা গেছে, তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক হলেও পাশাপাশি একটি স’মিলেও শ্রমিক হিসেবে কাজ করতেন।
বুধবার, ২৮ মে, ভোর ৪টার দিকে, বাঁশতৈল ফাঁড়ির পুলিশ সদস্যরা এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে পেকুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। অভিযানে উদ্ধার করা হয় ১৬ পোটলা দেশীয় তৈরি চোলাই মদ, যার ওজন মোট ১০ লিটার।
আব্দুর রহিমকে গ্রেফতারের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে এবং এসআই মোখলেছুর রহমান বাদী হয়ে মির্জাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বাঁশতৈল ফাঁড়ির এসআই মোখলেছুর রহমান জানান—গোপন সংবাদের ভিত্তিতে তারা এ অভিযান চালান এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও এমন খবর পেতে সঙ্গে থাকুন চ্যানেল RA নিউজের।
চ্যানেল আর এ নিউজ /মির্জাপুর/শাকিল সিকদার