আতিকুর রহমান
বুক ভাসিয়ে আসে নদী,
কূল ভেঙে দেয় দখল,
আকাশ যেন কাঁদে আজ,
নিঃশব্দ এক অবতল।
মাটি নেই, নেই আর ঘর,
ধানের শীষ শুধু ভেসে—
বানের জলে মিশে গেছে
মায়ের হাসি চোখের ছেয়ে।
শিশুরা আজ ঘুঘু গায়
পাতার নৌকায় স্বপ্ন বোনে,
জোয়ার যেন কাব্যের ছন্দ,
আছে কান্না, তবু রিং টন।
আমার গ্রাম, মেহেন্দিগঞ্জ,
নিস্তব্ধ এক জলজ কাব্য,
জীবন যেন ডুবে গেছে—
ভবিষ্যতের করুণ অভ্যন্তর।
ত্রাণের আশায় পথ চায় চুলখোলা এক মা,
জলে ভাসে দুধের হাঁড়ি,
আর ভাসে বর্ণমালা।