বাংলাদেশের তরুণ প্রজন্মের অভিনয়জগতের উজ্জ্বল নক্ষত্র শেখ ফরিদ পলক আবারো প্রমাণ করলেন নিজের সৃজনশীল শক্তি ও প্রতিভা। মনোমুগ্ধকর অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি অর্জন করলেন ‘লাবণ্য অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা তরুণ অভিনেতার সম্মাননা, মিডিয়া ক্যাটাগরিতে।
গত শুক্রবার (২৩ মে) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটরিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা তার হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আলি মোল্লা খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য সনি রহমান, বাংলাদেশ প্রতিদিনের সাব-এডিটর ও উপস্থাপক পান্থ আফজাল, লাবণ্য মিডিয়া হাউজের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ তুর্কি এবং ব্যবস্থাপনা পরিচালক স্নিগ্ধা হোসাইন প্রিয়া।
🎙️ শেখ ফরিদ পলক তার বক্তব্যে বলেন –
“যেকোনো প্রাপ্তি আনন্দের ও সম্মানের। দর্শকের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। এই অ্যাওয়ার্ড তাদের জন্য, যারা আমার পাশে ছিলেন প্রতিটি ধাপে।”
অনুষ্ঠানে আরও সম্মাননা প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম ও রোজিনাকে। বিশেষ সম্মাননা পান জনপ্রিয় চিত্রনায়িকারা পলি, রাজ রিপা, আঁখি চৌধুরী, জান্নাত আফরিন এবং জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বারিশা হক, লায়লা, মিস ওয়ার্ল্ড অনন্যা অনু ও হেয়ার স্টাইলিস্ট আক্তার আলী।
চ্যানেল আর এ নিউজ /মুন্সীগঞ্জ/লিটন মাহমুদ