রবীন্দ্র জন্মোৎসব ১৪৩২: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সৃজনশীলতায় ভরপুর দুইদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনরবীন্দ্র জন্মোৎসব ১৪৩২: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সৃজনশীলতায় ভরপুর দুইদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। “রবীন্দ্র জন্মোৎসব ১৪৩২” শীর্ষক এই আয়োজনে ছিলো প্রভাতফেরি, প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য, সেমিনার, বক্তৃতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং প্রাণবন্ত তারুণ্য মেলা।

📌 আজ সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ

🎙️ উপাচার্যের বার্তায় বলা হয়—

“রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যচর্চা, ভাবনা ও দর্শন পূর্ববঙ্গের মাটি, মানুষ ও প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিশ্ববিদ্যালয় তাঁর আদর্শ ও চেতনারই ধারক ও বাহক।”

📚 এরপর দিনভর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রবীন্দ্রসংগীতউপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

🎪 বেলা ১১টায় আয়োজিত তারুণ্য মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, যিনি মেলার স্টল পরিদর্শন শেষে আলোচনায় বলেন—

“রবীন্দ্রচিন্তা আমাদের তরুণদের মানবিকতা, নান্দনিকতা এবং জাতীয়তা গঠনে অনুপ্রাণিত করবে।”

🗣️ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শাহজাদপুর ইউএনও মোঃ কামরুজ্জামান, বাংলা বিভাগের চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম, এবং সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন

📖 বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় একটি প্রাসঙ্গিক সেমিনার— “রবীন্দ্রনাথের পরিবেশচিন্তা“, যেখানে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল এবং আলোচনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিক মনজুর

🎶 দিনশেষে হয় চমৎকার সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে সংগীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজের অংশগ্রহণে ছিল আবৃত্তি ও নৃত্য।

📅 দ্বিতীয় দিনে থাকবে— তথ্যচিত্র প্রদর্শনী, সেমিনার, সুধী সমাবেশ ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।

চ্যানেল আর এ নিউজ /শাহজাদপুর/মোঃ জুবায়ের হাসান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *