মির্জাপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৫: জনসচেতনতায় প্রাণবন্ত সভা অনুষ্ঠিত 🏞️ 📍 মির্জাপুর প্রতিনিধি | চ্যানেল RA নিউজ | টাঙ্গাইলমির্জাপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৫: জনসচেতনতায় প্রাণবন্ত সভা অনুষ্ঠিত 🏞️ 📍 মির্জাপুর প্রতিনিধি | চ্যানেল RA নিউজ | টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শুরু হয়েছে “ভূমি সেবা সপ্তাহ ২০২৫”, যার মূল লক্ষ্য— সাধারণ জনগণকে ডিজিটাল ও সহজতর ভূমি সেবা সম্পর্কে অবহিত করা এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

📅 সোমবার সকালে এই উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম

🗣️ তিনি বলেন—

“ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি রোধ এবং জনগণের ভোগান্তি কমাতে সরকার প্রযুক্তিনির্ভর, দ্রুত ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছে। ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায়।”

📌 সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

🎯 আলোচনা পর্বে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি রেকর্ড যাচাইসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এই ভূমি সেবা সপ্তাহের অংশ হিসেবে উপজেলা জুড়ে আয়োজন করা হচ্ছে:

  • সচেতনতামূলক মাইকিং ও পোস্টার ক্যাম্পেইন
  • মোবাইল ভূমি সহায়তা কেন্দ্র
  • অনলাইন ভূমি আবেদন প্রশিক্ষণ সেশন
  • জমির খতিয়ান ও ম্যাপ যাচাই বুথ

চ্যানেল আর এ নিউজ /মির্জাপুর/শাকিল সিকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *