নদীভাঙনে বিপর্যস্ত চাঁনপুরে মানবতার বার্তা নিয়ে পাশে দাঁড়ালেন এডভোকেট এম হেলাল উদ্দিননদীভাঙনে বিপর্যস্ত চাঁনপুরে মানবতার বার্তা নিয়ে পাশে দাঁড়ালেন এডভোকেট এম হেলাল উদ্দিন

নদীভাঙনের করাল গ্রাস যখন গ্রাস করে নিচ্ছে চাঁনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বসতি ও জীবন-জীবিকা, তখন সেই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ালেন একজন সত্যিকারের মানবিক নেতা — এডভোকেট এম হেলাল উদ্দিন

বিএনপির এই নেতা, একজন অভিজ্ঞ আইনজীবী ও সমাজসেবক, নদীভাঙনের বিপর্যস্ত এলাকাগুলোতে মানবিক সহায়তা ও আশ্বাস নিয়ে এগিয়ে এসেছেন। গত মঙ্গলবার (২৫ মে) বিকেলে তার পক্ষ থেকে একদল স্বেচ্ছাসেবক সরেজমিনে পরিদর্শনে যান ভাঙন কবলিত চাঁনপুরের ৫নং ওয়ার্ডে।

📣 স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম মুন্সি বলেন —

“নদীভাঙন শুধু ঘর-বাড়ি ধ্বংস করে না, এটি মানুষের মনোবলও ভেঙে দেয়। এম হেলাল উদ্দিন এই মানবিক দুঃসময়ে মানুষের পাশে আছেন এবং থাকবেন।”

স্থানীয়দের মতে, এমন আন্তরিক সহানুভূতি ও উপস্থিতি বহুদিন পর দেখলেন তারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সরাসরি কথা বলা এবং সমস্যার তাৎক্ষণিক সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি তাদের মনে আশার আলো জাগিয়েছে।

📌 রফিকুল ইসলাম মুন্সি আরও বলেন —

“আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাবো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য। পাশাপাশি আমাদের নেতাও নিজ উদ্যোগে সম্ভাব্য সবকিছু করবেন।”

চাঁনপুরবাসী এই মানবিক উপস্থিতি ও সহমর্মিতা দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন,

“তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, একজন সত্যিকারের মানবিক নেতা।”

চ্যানেল আর এ নিউজ /ঢাকা/মোঃ আতিকুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *