সাতক্ষীরা প্রেসক্লাবে বিচারপতির আগমন, উষ্ণ সংবর্ধনা ও হৃদয়স্পর্শী মতবিনিময়!সাতক্ষীরা প্রেসক্লাবে বিচারপতির আগমন, উষ্ণ সংবর্ধনা ও হৃদয়স্পর্শী মতবিনিময়!

সাতক্ষীরা প্রেসক্লাবে বৃহস্পতিবার (২২ মে) এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

মতবিনিময় সভায় বিচারপতি বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটা একটি দায়িত্বশীল সামাজিক দায়িত্ব।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ না থাকে, তবে রাষ্ট্র কাঠামো দুর্বল হয়ে পড়ে।”

তিনি জানান, সাংবাদিকতার মানোন্নয়নে ইতোমধ্যে একাধিক আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে, যেগুলো বার কাউন্সিলের মতো সাংবাদিকদের পেশাগত মান নির্ধারণে সহায়ক হবে।

তিনি এই পেশাকে স্বচ্ছ, নিরপেক্ষ ও মহৎভাবে রক্ষার আহ্বান জানান এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বারী।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব, জেলা তথ্য কর্মকর্তা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরে তিনি প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় গিয়ে আবেগঘন হয়ে বলেন, “পৌরদীঘির সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এতো সুন্দর জায়গায় প্রেসক্লাব গড়ে তোলার জন্য সাংবাদিকদের সাধুবাদ জানাই।”

তিনি ভবিষ্যতে প্রেসক্লাবকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার আহ্বান জানান।

সাংবাদিকতা পেশার মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করিয়ে দেওয়ার এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।

চ্যানেল আর এ নিউজ /সাতক্ষীরা/আবু জাফর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *