"পঞ্চগড়ে জমি বিরোধে হামলা-লুটপাট! ভুক্তভোগীদের কাঁদছে নিরাপত্তাহীনতা | সংবাদ সম্মেলন""পঞ্চগড়ে জমি বিরোধে হামলা-লুটপাট! ভুক্তভোগীদের কাঁদছে নিরাপত্তাহীনতা | সংবাদ সম্মেলন"

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আতঙ্কিত এক পরিবার সংবাদ সম্মেলন করে নিজেদের উপর ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দিয়েছেন।

শনিবার দুপুরে আটোয়ারী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রেজিনা আক্তার
এ সময় আরও বক্তব্য রাখেন ফজলুর রহমান, সাজেদা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন,
গত ৪ এপ্রিল দুপুরে ফইম উদ্দিন, মজিবর রহমান, খাইরুল ইসলাম, লাবিব ও নজরুলসহ একটি সশস্ত্র দল তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
এই হামলায় তারা মারধরের শিকার হন, বাড়িঘর ভাঙচুর হয় এবং ৮ লাখ ২০ হাজার টাকার মালামাল লুটপাট করা হয়।

তারা জানান, হামলাকারীরা তাদের জমির দখল দাবি করে এবং গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এমনকি বাড়ির আশেপাশে গেলে তাদের “পা ভেঙে দেবে” বলেও ভয় দেখানো হয়।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, ৬০ বছর ধরে বসবাস করলেও এখন তাদের সেই জায়গায় যেতে দেওয়া হচ্ছে না, আর স্থানীয় থানা তাদের কোনো অভিযোগ গ্রহণ করছে না

পরিবারটি সরকারের কাছে অনুরোধ জানায়—
🔹 তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
🔹 হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে
🔹 বাড়িতে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে

চ্যানেল আর এ নিউজ /পঞ্চগড়)/আরিফুল ইসলাম ইরান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *