গরুর খামার করে লাখপতি! সাতক্ষীরার গোলাম মাওলার জীবনে পরিবর্তন আনলো ‘আশা’ এনজিও’র প্রশিক্ষণগরুর খামার করে লাখপতি! সাতক্ষীরার গোলাম মাওলার জীবনে পরিবর্তন আনলো ‘আশা’ এনজিও’র প্রশিক্ষণ

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের নিলিখালি গ্রামের মো: গোলাম মাওলা ছিলেন একজন সাধারণ গরু পালক। পিতা মৃত মতিয়ার রহমানের পুত্র গোলাম মাওলা গরু পালতেন বহুদিন ধরে, কিন্তু লাভবান হতে পারছিলেন না।

একদিন তার জীবনে নতুন দিগন্তের সূচনা হয়। স্থানীয় ‘আশা’ এনজিওর এক কর্মকর্তার সাথে দেখা হলে তিনি পরামর্শ দেন গাভী পালন নিয়ে প্রশিক্ষণ নেয়ার। এরপর ‘আশা’ সাতক্ষীরা ব্রাঞ্চ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন গোলাম মাওলা, এবং পান সহজ শর্তে গরু পালনের ঋণ সুবিধা।

এই ঋণের টাকা দিয়ে তিনি নতুন স্বাস্থ্যবান গাভী ক্রয় করেন এবং আধুনিক পদ্ধতিতে গাভী পালন শুরু করেন। শুধু তাই নয়, তিনি প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেন ও ব্যবসার হিসাব রাখার কৌশলও রপ্ত করেন।

বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। তার খামারে এখন একজন কর্মচারীও কাজ করছেন যাকে তিনি মাসে ১০,০০০ টাকা বেতন দিচ্ছেন। প্রতি বছর গাভী পালন করে তিনি ৪-৫ লক্ষ টাকা আয় করছেন। শুধু নিজের পরিবার নয়, এলাকার অনেকেই তার কাছ থেকে পরামর্শ নিয়ে গাভী পালন শুরু করে লাভবান হচ্ছেন।

গোলাম মাওলার লক্ষ্য এখন দেশের দুধ ও মাংস উৎপাদনে অবদান রাখা এবং প্রাণিসম্পদ খাতে এক বিপ্লব ঘটানো।

চ্যানেল আর এ নিউজ /সাতক্ষীরা/আবু জাফর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *