পঞ্চগড়ে আলোচিত রাজনৈতিক সহিংসতা মামলায় সাবেক রেলমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মোট ১৫৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
🔍 মামলার বাদী—চন্দনপাড়া এলাকার শিরিনা আক্তার, যিনি ২০২২ সালের ২৪ ডিসেম্বরের ঘটনায় নিহত আব্দুর রশিদ আরেফিনের স্ত্রী।
✅ আদালতের নির্দেশ:
মঙ্গলবার বাদীর আইনজীবী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানাকে তদন্ত করে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
🧾 মামলার পটভূমি:
২০২২ সালের ২৪ ডিসেম্বর বিএনপির অবস্থান কর্মসূচির সময় allegedভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত হন আব্দুর রশিদ।
ঘটনার সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে বলে মামলায় অভিযোগ করা হয়।
আবদুর রশিদকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়, আহত হন নুরুজ্জামান বাবু, যার মাথায় পাঁচটি সেলাই লেগেছে।
🪑 মামলায় আরও অভিযোগ করা হয়—বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আনুমানিক ৬ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতি করা হয়।
🛡️ প্রধান অভিযুক্তরা:
– সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন
– জেলা আ.লীগ সভাপতি আনোয়ার সাদাত সম্রাট
– সাবেক ডিসি জহুরুল ইসলাম
– সাবেক এসপি এস এম সিরাজুল হুদা
– সাবেক পৌর মেয়র জাকিয়া খাতুন
– আরও এমপি, ইউপি চেয়ারম্যান ও নেতাকর্মীসহ নাম উল্লেখিত ১৫৪ জন
– অজ্ঞাত ৭০০-৮০০ জন
📌 বাদীর দাবি, ভয়ের কারণে এতদিন মামলা করতে পারেননি।
চ্যানেল আর এ নিউজ /পঞ্চগড়/মো আরিফুল ইসলাম ইরান