শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকে মাদক জব্দ: পুলিশের অভিযানে আটক ২শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকে মাদক জব্দ: পুলিশের অভিযানে আটক ২

সোমবার রাত ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের হালুয়াঘাট এলাকায় মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের সামনে শাহজাদপুর থানা পুলিশ একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে। তল্লাশির সময় ট্রাক থেকে ৪ বোতল বিদেশি মদ, ৪টি বিয়ার এবং ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ঢাকার সাভার থানার বনগ্রাম মহল্লার আবু জাফরের ছেলে ট্রাকচালক সাদ্দাম হোসেন এবং দক্ষিণ দারিয়াপুর মহল্লার শামছুল আলমের ছেলে শরিফ আলম।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসলাম আলী জানান, বুড়িমারী সীমান্ত থেকে পাথর নিয়ে ঢাকার সাভারে যাচ্ছিল ট্রাকটি। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


🔍 প্রতিবেদনের মূল দিকসমূহ:

  • অভিযানের স্থান: হালুয়াঘাট, শাহজাদপুর, সিরাজগঞ্জ
  • জব্দকৃত মাদক: বিদেশি মদ, বিয়ার, ফেনসিডিল
  • আটককৃত ব্যক্তি: সাদ্দাম হোসেন ও শরিফ আলম
  • আইনি পদক্ষেপ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন

মোঃজুবায়ের হাসান/ শাহজাদপুর উপজেলা প্রতিনিধি / চ্যানেল আর এ নিউজ

#মাদকবিরোধী_অভিযান#শাহজাদপুর_পুলিশ#সিরাজগঞ্জ_সংবাদ#মাদকমুক্ত_বাংলাদেশ#নিরাপদ_সমাজ#পুলিশের_সাফল্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *