পঞ্চগড়ে এক মনোমুগ্ধকর আয়োজনে সম্মানিত করা হলো হাফেজা ছাত্রীদের!
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ঘটবর এলাকার মোল্লাবাড়ি মাদরাসা চত্বরে তালিমুল কুরআন বালিকা মাদরাসার হাফেজা ছাত্রীদের সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মনিরুল ইসলাম মোল্লার উদ্যোগে এই অনন্য আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন।
সভাপতিত্ব করেন মাদরাসা ও শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় সদর উপজেলার সভাপতি মাওলানা আবু সাঈদ।
🔹 অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
– পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান
– কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান
– শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল হোসেন
– গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলার আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে হাফেজা দুইজন ছাত্রীর অভিভাবককে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়।
পরে অনুষ্ঠিত হয় এক হৃদয়ছোঁয়া দোয়া মাহফিল, যেখানে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চ্যানেল আর এ নিউজ /পঞ্চগড়/মোঃ জুবায়ের হাসান