"পঞ্চগড়বাসীর গর্জন: ১০০০ শয্যার হাসপাতাল চাই—না হলে দুর্বার আন্দোলন!""পঞ্চগড়বাসীর গর্জন: ১০০০ শয্যার হাসপাতাল চাই—না হলে দুর্বার আন্দোলন!"

স্বাগত জানাই ‘চ্যানেল RA’-এর বিশেষ প্রতিবেদন অনুষ্ঠানে।
আজকের প্রতিবেদন পঞ্চগড়ের জনদাবি নিয়ে।
চীনের অর্থায়নে প্রস্তাবিত ১০০০ শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন চেয়ে বিশাল গণজমায়েত ও মানববন্ধনের আয়োজন করেন জেলার সর্বস্তরের মানুষ।

বুধবার দুপুরে জজ কোর্ট এলাকা থেকে শুরু হয় এই গণজমায়েত।
পরবর্তীতে বিক্ষোভ মিছিল পঞ্চগড়-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয় এবং সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
তাঁরা বলেন, রংপুর, দিনাজপুর ও নীলফামারীতে যখন মেডিকেল কলেজ হয়েছে, তখন পঞ্চগড় যেন বঞ্চিত না হয়।
এই জেলার মানুষের চিকিৎসা পেতে বহু কষ্ট করতে হয়। রেফার করে দূর-দূরান্তে নিতে হয় রোগীদের, যার ফলে অনেক সময় মৃত্যু ঘটে মাঝপথে।

তাদের দাবি স্পষ্ট—১০০০ শয্যার হাসপাতালটি পঞ্চগড়েই স্থাপন করতে হবে।
এটি বাস্তবায়িত হলে শুধু বাংলাদেশ নয়, ভুটান, নেপাল এমনকি চীনের শিক্ষার্থীরাও আসবে পড়তে।
চিকিৎসা ও শিক্ষা—দুই দিক থেকেই পঞ্চগড় হবে আন্তর্জাতিক মানের কেন্দ্র।

বক্তারা আরও বলেন, ২০২৩ সালের ৮ এপ্রিল ভিত্তিপ্রস্তর হলেও ভারতের আপত্তিতে কাজ বন্ধ হয়ে যায়।
তবে এবার আর পেছনে ফিরবে না পঞ্চগড়বাসী।
দাবি না মানলে শুরু হবে কঠোর আন্দোলন।

আগামী ১৮ এপ্রিল শুক্রবার, জুমার নামাজের পর আবারও চৌরঙ্গী মোড়ে হবে গণজমায়েত—এই বার্তা দিয়ে প্রতিবাদ সমাপ্ত হয়।

চ্যানেল আর এ নিউজ /পঞ্চগড়/মো আরিফুল ইসলাম ইরান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *