সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ৯ বছর বয়সী শিশু নুসরাত জাহান রাহি হত্যাকাণ্ডের মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩০ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহত রাহির পিতা মো. রবিউল ইসলাম।
🧾 ঘটনার পটভূমি
২০২৪ সালের ১৪ ডিসেম্বর, প্রতিবেশী আব্দুর রাজ্জাকের মাদকাসক্ত ছেলে রেজোয়ান কবির জনি কৌশলে শিশু রাহিকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর তার কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে, গেঞ্জি ছিঁড়ে, হাত-পা বেঁধে পাশের পুকুরে ফেলে দেয়। পরে রবিউল ইসলাম থানায় মামলা দায়ের করলে পুলিশ জনিকে গ্রেফতার করে এবং সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
⚠️ হুমকি ও নিরাপত্তাহীনতা
মামলা চলাকালীন, জনির পিতা আব্দুর রাজ্জাক ও তার আত্মীয়-স্বজনরা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন রবিউল ইসলাম। তিনি জানান, গত ৩১ জানুয়ারি রাজ্জাকের নেতৃত্বে তার পিতা জেহের আলী ও ছেলে রনি তাদের বাড়িতে গিয়ে প্রকাশ্যে তার মাকে হুমকি দেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ তাদের গ্রেফতার করে, কিন্তু জামিনে মুক্ত হয়ে পুনরায় হুমকি দেওয়া হচ্ছে।
🛡️ প্রশাসনের প্রতি আহ্বান
রবিউল ইসলাম তার শিশু কন্যা রাহি হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
চ্যানেল আর এ নিউজ /সাতক্ষীরা/আবু জাফর