“বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো মিয়াজি ফাউন্ডেশন।
মঙ্গলবার বিকেলে উত্তর উলানিয়া ইউনিয়নের উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি।
এতে ৪০০ অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় – ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ১ কেজি তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ এবং ৩ কেজি আলু – সবকিছু মিলিয়ে একটি পূর্ণ খাদ্য প্যাকেট।
এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয় আল-নুর আই হাসপাতাল, বাংলাদেশ এবং সম্মানিত দাতা আবু খালেদ (হাফিযাহুল্লাহ)-এর সহযোগিতায়, “বাংলাদেশে খাদ্য ঝুড়ি বিতরণ প্রকল্প”-এর আওতায়।
📌 অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মিয়াজি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন – মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলাম, হোগলটুলি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরে রাব্বি, পৌর শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফেজ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
🎤 এই আয়োজনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে—‘মানবতার কল্যাণে যারা কাজ করেন, তারা সমাজে শান্তি ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেন।’
👉 আপনার এলাকাতেও এমন মানবিক উদ্যোগের প্রয়োজন মনে করেন? তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান!”
চ্যানেল আর এ নিউজ /মেহেন্দিগঞ্জ/মোঃ আতিকুর রহমান