লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির হারানো আলোকে ফিরিয়ে আনার চেষ্টায় পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি আয়োজন করেছে তিন দিনের বৈশাখী লোকনাট্য উৎসব। পঞ্চগড় সদর উপজেলার লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করা হয় ২৩ এপ্রিল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ইমাম রাজি টুলু।
🎙️ তিনি বলেন—
“পুরনো সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ফিরিয়ে আনার এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এই নাট্য উৎসব শুধু বিনোদন নয়, একটি সাংস্কৃতিক জাগরণও বটে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—
- সরকার হায়দার (ভূমিজ নাট্যগোষ্ঠীর কর্ণধার)
- মো. রফিকুল ইসলাম (দিশারী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা)
- আব্দুর রহিম (বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার)
- সৈয়দ জাকির হোসেন, কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, পঞ্চগড়
📚 তিনি বলেন—
“পালাগানের চরিত্রে থাকে রাজা-রানী, সাধক, সৈন্য, জোকার ও আরও অনেক চরিত্র। নাটক চলে হাসি, কান্না, প্রেম, বিরহ ও বুদ্ধিদীপ্ত সংলাপে। অভিনয়ের মাধ্যমে পুরুষরাই নারী রূপে দর্শককে মুগ্ধ করেন। এই শিল্পীরা অনেকেই দিনমজুর, রাতে করেন অভিনয় – খুবই সীমিত সম্মানিতে। তবুও তারা ২০-৩০ বছর ধরে সংস্কৃতির চর্চা চালিয়ে যাচ্ছেন। তাদের সংগ্রামকে স্বীকৃতি দেওয়ার জন্যই এই আয়োজন।”
🎯 নতুন প্রজন্মের মাঝে হারিয়ে যাওয়া পালা গান, গান-নাচ এবং লোকনাট্যর প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই উৎসব।
চ্যানেল আর এ নিউজ /পঞ্চগড়/মো আরিফুল ইসলাম ইরান