“সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঘটলো ব্যতিক্রমী এক ঘটনা।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে কয়েকজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশ করে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট শতাধিক বই বের করে রাস্তায় পুড়িয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন এ ধরনের বই গ্রন্থাগারে ছিল না। কিন্তু সম্প্রতি হঠাৎ করে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ পন্থী বই সংযোজন করা হয়, যা দেখে ক্ষুব্ধ হন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, ৫ আগস্টের পরে গ্রন্থাগারে এমন কোনো বই ছিল না। তারা এই বই সংযোজনকে একটি ‘ষড়যন্ত্র’ বলেও উল্লেখ করেন।
বই পোড়ানোর ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। প্রক্টরও ফোন রিসিভ করেননি।
তবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “শুনেছি শিক্ষার্থীরা কিছু বই পুড়িয়েছে। এগুলো ছিল বিগত সরকারের গুণগান ও রাজনৈতিক মতবাদের বই। সরকারি বই হওয়ায় কর্তৃপক্ষের হাতে সীমাবদ্ধতা রয়েছে। তবে শিক্ষার্থীদের আবেগের প্রতি সম্মান দেখানো উচিত।”
এই ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্নও উঠেছে।”
চ্যানেল আর এ নিউজ /শাহজাদপুর/মোঃ জুবায়ের হাসান