“পঞ্চগড় থেকে বড় খবর!
পরীক্ষার দিন বাদ দিয়ে বাকি সবদিন নিয়মিত ক্লাস চালানোর নির্দেশনা জারি করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, এসএসসি পরীক্ষার সময় সাধারণত পরীক্ষাকেন্দ্রের স্কুলগুলো নিজেদের সিদ্ধান্তে ছুটি দিয়ে দিত। ফলে প্রায় দেড়-দুই মাস ক্লাস বন্ধ থাকত, শিক্ষার্থীদের পড়াশোনায় হত বড় ধরনের ব্যাঘাত।
এই সমস্যা সমাধানে, এখন থেকে পরীক্ষা যেদিন হবে কেবল সেদিনই ছুটি থাকবে। অন্য দিনগুলোতে নিয়মিত ক্লাস নিতে হবে — এমন নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
এসময় তিনি বলেন, ‘পরীক্ষাকেন্দ্র থাকা স্কুল-কলেজগুলোতে ছুটির জন্য কোনো সরকারি নির্দেশনা নেই। নিজস্ব সিদ্ধান্তে ছুটি দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি করা ঠিক নয়।’
জেলা প্রশাসক আরও জানিয়েছেন, পঞ্চগড় হচ্ছে দেশের প্রথম জেলা, যেখানে পরীক্ষার সময়ও ক্লাস চালু রাখার এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান নিয়মিত ক্লাস শুরু করে দিয়েছে।
এছাড়া, কোচিং সেন্টার পরিচালনা নিয়েও আলোচনা হয় সভায়। শিক্ষার্থীদের আগ্রহে এবং সরকারি নীতিমালা মেনে নিজস্ব প্রতিষ্ঠানেই কোচিং চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে নীতিমালার বাইরে কোনো কোচিং বাণিজ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
পঞ্চগড়ের এই উদ্যোগকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। আশা করা হচ্ছে, এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় গতি আসবে এবং পিছিয়ে পড়া ঠেকানো যাবে।”
চ্যানেল আর এ নিউজ /পঞ্চগড়/মো আরিফুল ইসলাম ইরান