মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে মহিলা ও শিশু ওয়ার্ডের চিকিৎসা সেবা বন্ধ | রোগী ভোগান্তিতেমেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে মহিলা ও শিশু ওয়ার্ডের চিকিৎসা সেবা বন্ধ | রোগী ভোগান্তিতে

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ডে চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে এক রোগীর স্বজন এবং স্থানীয় রাজনৈতিক কর্মীদের সাথে মেডিকেল অফিসার ডা. মাহাবুব রহমানের বাক-বিতণ্ডার পর তিনি নিরাপত্তার অভাবের কথা জানিয়ে সেবা বন্ধের ঘোষণা দেন।

রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, ওয়ার্ডে চিকিৎসক না থাকায় তাদের প্রিয়জনরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। অনেকেই বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে সেবা নিতে বাধ্য হচ্ছেন।
হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নার্সরা রুটিন চেকআপ করলেও কোনো চিকিৎসক ওয়ার্ডে উপস্থিত ছিলেন না।

মহিলা ও শিশু ওয়ার্ডের রোগীর স্বজনরা জানান, রোগীরা দীর্ঘ সময় ধরে সেবা পাচ্ছেন না এবং জীবন ঝুঁকিতে রয়েছেন।
ডা. মাহাবুব রহমান বলেন, “রোগীর স্বজনদের খারাপ আচরণ ও হুমকির কারণে ব্যক্তিগত নিরাপত্তার জন্য সাময়িক সেবা বন্ধ করেছি।”

হাসপাতালের আরএমও ডা. সউদ কবির মালিক জানান, বিষয়টি হাসপাতাল সুপার দেখভাল করছেন।
এদিকে হাসপাতাল সুপার শাহরিয়ার শাইলা জাহান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সব বিষয়ে সাংবাদিকদের এত নজর দেওয়ার দরকার নেই, এতে কাজ করা কঠিন হয়ে পড়ে।”

বর্তমানে হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ডের সেবা পুনরায় চালু করতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

চ্যানেল আর এ নিউজ /মেহেরপুর/হামিদুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *