এসএসসি পরীক্ষার্থী ইমনকে হাতুড়ি পেটা করে নির্মম হত্যা — সহপাঠীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগএসএসসি পরীক্ষার্থী ইমনকে হাতুড়ি পেটা করে নির্মম হত্যা — সহপাঠীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে এসএসসি পরীক্ষার্থী মোঃ ইমন হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই সহপাঠীদের বিরুদ্ধে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে গুরুতর আহত অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। নিহত ইমন শাহজাদপুর উপজেলার খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং খুকনী ইসলামপুর গ্রামের মোঃ এমদাদুল হকের ছেলে।

স্বজনদের অভিযোগ, ইংরেজি পরীক্ষার সময় খাতা না দেখানোয় সহপাঠী রাব্বি ও রাজিম ক্ষিপ্ত হয়। পরের দিন তারা ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে। পরে বাসায় ফোন দিয়ে “এক্সিডেন্ট” হয়েছে বলে জানানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এদিকে ইমন নিজ হাতে হাসপাতালের প্রেসক্রিপশনে চিরকুট লিখে রেখে যায়, যেখানে দুই সহপাঠী রাব্বি ও রাজিমের নাম উল্লেখ করা হয়েছে।

নিহতের পরিবার জানিয়েছে, থানায় অভিযোগ জানাতে গেলে এনায়েতপুর ও বেলকুচি থানা উভয়ই মামলা গ্রহণ করতে অনীহা প্রকাশ করে।

গ্রাম প্রধান মোঃ লাল মিয়া মোল্লাও জানিয়েছেন, ইমনকে ৮-১০ জন মিলে নির্মমভাবে মারধর করে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানিয়েছেন, বর্তমানে তিনি ট্রেনিংয়ে রয়েছেন এবং বিষয়টি থানার সেকেন্ড অফিসার দেখছেন। তবে সেকেন্ড অফিসার আনোয়ারুল ইসলাম বক্তব্য দিতে অস্বীকার করেছেন। অভিযুক্ত রাব্বি ও রাজিম পলাতক থাকায় তাদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে নিহত ইমনের পরিবার এবং এলাকাবাসী।

চ্যানেল আর এ নিউজ /শাহজাদপুর/মোঃ জুবায়ের হাসান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *