টাঙ্গাইলের মির্জাপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে মির্জাপুর প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সভাপতি সামছুল ইসলাম সহিদ, নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মো. এরশাদ মিঞা সহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. সানোয়ার হোসেন।
এছাড়া মানববন্ধনে মির্জাপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সংস্থাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা একত্রিত হন।
বক্তারা বলেন, “সংবাদের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দুঃখজনক। অবিলম্বে মামলাটি প্রত্যাহার করতে হবে।”
এ সময় দৈনিক একুশের বানী ও চ্যানেল RA প্রতিনিধি সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরাও সংহতি প্রকাশ করেন।
সর্বশেষে, অবিলম্বে মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার সুরক্ষার দাবি জানিয়ে মানববন্ধন শেষ হয়।
চ্যানেল আর এ নিউজ /মির্জাপুর/শাকিল সিকদার জহিরুল