পঞ্চগড় শহরের বানিয়াপট্টিতে গিনি হাউস নামের একটি জুয়েলারি দোকানে ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। মঙ্গলবার ভোরে তালা ভেঙে দোকান থেকে দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার, যার বাজার মূল্য আনুমানিক ৮০-৮৫ লাখ টাকা।
জানা যায়, সোমবার দোকান খোলার পর বিকেলে মালিক লব বণিক তার মেয়ের বিয়ের কারণে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।
পরদিন সকাল ৮টায় দোকান কর্মচারী নন্দ কুমার রায় এসে দেখেন, দোকানের শাটার ও ভিতরের সিন্দুক ভাঙা। সাথে সাথেই মালিককে খবর দিলে তিনি এসে বুঝতে পারেন দোকান খালি।
👁️ সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে – সকাল ৫টা থেকে ৬টার মধ্যে ১১ জন দুর্বৃত্ত দোকানের ভিতরে ও বাইরে অবস্থান করছে।
তারা দুল, আংটি, চুড়িসহ বিভিন্ন মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
🗣️ দোকান মালিকের ছেলে লিখন বণিক বলেন –
“খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে দোকানে যাই, এরপর বাজার কমিটি ও পুলিশকে জানাই। এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি।”
👮♂️ পঞ্চগড় সদর থানার ওসি মো. আব্দুল্লাহিল জামান জানান –
“আমরা তদন্ত শুরু করেছি। এখনও পর্যন্ত এজাহার হাতে পাইনি। খুব দ্রুতই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
চ্যানেল আর এ নিউজ /পঞ্চগড়/মো আরিফুল ইসলাম ইরান