অবশেষে ধরা পড়লেন ধুলখোলার আলোচিত চেয়ারম্যান জামাল ঢালী! এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাস!অবশেষে ধরা পড়লেন ধুলখোলার আলোচিত চেয়ারম্যান জামাল ঢালী! এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাস!

আজকের শিরোনাম – ধুলখোলার আলোচিত ও সমালোচিত চেয়ারম্যান জামাল ঢালী অবশেষে পুলিশের জালে।”

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হিজলা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জামাল ঢালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে বরিশাল মহানগর পুলিশের সহায়তায়, হিজলা থানা পুলিশ তাকে বরিশালের বাসা থেকে আটক করে।

জানা গেছে, তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। স্থানীয়দের ভাষ্যে, বিগত সরকারের সময় ধুলখোলা ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণে। অভিযোগ রয়েছে, তার ক্যাডার বাহিনী এলাকায় দীর্ঘদিন ধরে চালিয়েছে ত্রাস।

অপহরণ, নারী নির্যাতন, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, নদীপথে চাঁদা তোলা, চর দখলসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি স্থানীয়দের।

সম্প্রতি সরকারি ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন ধুলখোলা ইউনিয়নের বিএনপি নেতা আবদুর রাজ্জাক সরদার। অভিযোগের পরই প্রশাসন সক্রিয় হয় এবং জামাল ঢালীকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসীর দাবি—তার রিমান্ডে এনে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে বের হয়ে আসবে বহু বছরের অপরাধের চিত্র, এমনকি অস্ত্রের ভাণ্ডারেরও খোঁজ মিলতে পারে।

এই গ্রেপ্তারকে ঘিরে ধুলখোলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তারা চান, দীর্ঘদিনের অনিয়ম ও অপরাধের সঠিক তদন্ত করে জামাল ঢালীর উপযুক্ত বিচার হোক।

চ্যানেল আর এ নিউজ /মেহেন্দিগঞ্জ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *