সাতক্ষীরায় অভিনব প্রতারণা! মাছ ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়, আটক দুই নারীসাতক্ষীরায় অভিনব প্রতারণা! মাছ ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়, আটক দুই নারী

সাতক্ষীরা শহরে একটি চক্রের অভিনব প্রতারণার ঘটনা ফাঁস হয়েছে।
সদর থানা পুলিশ দুই নারী প্রতারককে আটক করেছে, যারা একজন মাছ ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে জোরপূর্বক ৩৫ হাজার টাকা আদায় করেন।

ঘটনা ঘটে রবিবার রাতে, সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের পেছনে।
আটককৃতরা হলেন—
🔸 জোসনা খাতুন (২৬), বিনেরপোতা, সদর উপজেলা
🔸 মুন্নি (২৫), গোনাকরকাটি, আশাশুনি উপজেলা

তারা উভয়েই স্বামী পরিত্যক্তা এবং শহরের একাডেমী মসজিদ এলাকায় ভাড়া থাকতেন।

📌 ভুক্তভোগী মাছ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন,

“জোসনা একসময় আমার ভাড়াটিয়া ছিলেন। মাছ বাকিতে নিতেন। ১৩০০ টাকা পাওনা ছিল। সেই টাকা দিতে বলে আমাকে বাড়িতে ডেকে নেয়। এরপরই শুরু হয় ব্ল্যাকমেইলের ভয়াবহ নাটক।”

তিনি জানান,
তিনি সেখানে গেলে ৮-১০ জন যুবক তাকে বেধড়ক মারধর করে, হাত বেঁধে ২ লাখ টাকা দাবি করে। পরে দর-কষাকষিতে ৩৫ হাজার টাকা নেয় এবং তার মোবাইল ফোন রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

🔎 এরপরই তিনি পুলিশের সহায়তা নেন। সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান,

“অভিযোগের ভিত্তিতে অভিযানে গিয়ে আমরা দুই নারীকে গ্রেপ্তার করি। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।”

🎯 এই চক্রটি দীর্ঘদিন ধরে নিরীহ মানুষদের টার্গেট করে ব্ল্যাকমেইল করে আসছিল বলে অভিযোগ স্থানীয়দের।
পুলিশ এই চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করার কাজ শুরু করেছে।

চ্যানেল আর এ নিউজ /সাতক্ষীরা/ আবু জাফর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *